বিশ্বের সবচেয়ে বেশী বাৎসরিক বেতন ভুক্ত ১১ জন দেশ প্রাধান
প্রত্যেক দেশের সরকার প্রধান বা দেশের একজন প্রধান থাকেন আর তিনিও সরকারের একজন কর্মকর্তা । আর দেশের একজন সরকারী কর্মকর্তা হিসেবে তেদের রয়েছে দেশের বাজেট এ বিল পাশ হওয়া সাপেক্ষ নির্দিষ্ট সংখ্যার পারিশ্রমিক বা বেতন। আজ আমরা বিশ্বের শীর্ষ ১১ জন দেশ প্রধান এর নাম এবং তাদের বাৎসরিক বেতন সম্পর্কে জানবো।
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
আমাদের আলোচ্য দেশ গুলো হলো : সিংগাপুর, হংকং, সুইজারল্যান্ড, ইউনাইটেড স্টেট আমেরিকা (USA),
অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, মৌরিতানিয়া, লুক্সেমবুর্গ, ভারত, বাংলাদেশ
বিশ্বের শীর্ষ রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন
দেশ : সিংগাপুর
দেশ প্রধান : প্রধানমন্ত্রী
বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক সবচেয়ে বেশি বেতন পান সিংগাপুর এর প্রধানমন্ত্রী 'লি সিয়েন লুং'৷ 'লি সিয়েন লুং' এর বাৎসরিক বেতন হলো ১৬ লাখ দশ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় ১৩৬,৮৫০,০০০ টাকা ।
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
দেশ : হংকং
দেশ প্রধান : প্রধান নির্বাহী
বিশ্বের ২য় সর্বোচ্চ মাসিক বেতন পান হংকং এর দেশ প্রধান, প্রধান নির্বাহী 'কেরি লাম' ৷ কেরি লাম এর বাৎসরিক বেতন ৫ লক্ষ ৬৮৪০০ ডলার ৷ বাংলাদেশী টাকায় ৪২,৮৪২,০০০ টাকা ।
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
Photo Credit : AP Images
দেশ : সুইজারল্যান্ডে
দেশ প্রধান : রাষ্ট্রপতি
বিশ্ব তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সুইজারল্যান্ড এর রাষ্ট্রপতি ৷ তার বাৎসরিক বেতন ৪ লাখ ৮২৯৫৮ ডলার৷ বাংলাদেশী টাকায় ৪১,০৫১,৪৩০ টাকা
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
Photo Credit : robertharding
দেশ : মার্কিন যুক্তরাষ্ট্র
দেশ প্রধান : প্রেসিডেন্ট
দেশ প্রধান হিসেবে বেশি বেতন পাওয়াদের তালিকায় ৪র্থ স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট৷ 'জো বাইডেন' এর বাৎসরিক বেতন ৪লাখ ডলার৷ বাংলাদেশী টাকায় ৩৪,০০০,০০০ টাকা ।
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
Photo Credit : AP Images
দেশ : অস্ট্রেলিয়া
দেশ প্রধান : প্রধানমন্ত্রী
দেশ প্রধানদের মধ্যে বাৎসরিক শীর্ষ বেতন প্রাপ্ত তালিকার ৫ম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী 'স্কট মরিসন' ৷ স্কট মরিসন এর বাৎসরিক বেতন ৩ লাখ ৭৮ হাজার ৪১৫ ডলার৷ বাংলাদেশী টাকায় ৩২,১৬৫,২৭৫ টাকা।
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
Photo Credit : Getty Images
দেশ : জার্মান
দেশ প্রধান : চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর 'আঙ্গেলা মের্কেল' এর বাৎসরিক বেতন ৩ লাখ ৬৯ হাজার ৭২৭ ডলার৷ বেশি বেতন পাওয়া দেশ প্রধানদের তালিকায় ৬ নম্বরে আছেন আঙ্গেলা মের্কেলের ৷
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
Photo Credit : F. Lrnoir
দেশ : নিউজিল্যান্ড
দেশ প্রধান : প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ড এর প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন' এর বাৎসরিক বেতন ৩ লাখ ৩৯ হাজার ৮৬২ ডলার ৷ বিশ্বে বেশি বেতন পাওয়া রাষ্ট্র প্রধানদের তালিকায় ৭ নম্বরে আছেন জাসিন্ডা আর্ডার্ন ৷
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
Photo Credit : AP mages
দেশ : মৌরিতানিয়ার
দেশ প্রধান : প্রেসিডেন্ট
আফ্রিকার দেশ মৌরিতানিয়া এর প্রেসিডেন্ট মোহামেদ ঔল্ড গাজুয়ানি বেশী বেতন পাওয়াদের তালিকার ৮ নম্বরে স্থানে আছেন৷ মোহামেদ ঔল্ড গাজুয়ানি এর বাৎসরিক বেতন তিন লাখ ৩০ হাজার ডলার৷
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
Photo Credit : Reuters
দেশ : লুক্সেমবুর্গ
দেশ প্রধান : প্রধানমন্ত্রী
তালিকার ৯ নম্বরে রয়েছেন মহাদেশ ইউরোপ এর ছোট্ট এবং ধনী দেশ লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী৷ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হলেন 'জাভিয়ার বেটেল'৷ জাভিয়ার বেটেল এর বাৎসরিক বেতন ২ লক্ষ ৭৮ হাজার ৩৫ ডলার ৷
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
Photo Credit : Reuters
দেশ : ভারত
দেশ প্রধান : প্রধানমন্ত্রী
মহা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছরে ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার বেতন হিসেনে পান ৷ ভারতের 'হিন্দুস্তান টাইমস' পত্রিকা জানায়, মহামারি করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা ঠেকানোর জন্য নিজের বেতন শতকরা ৩০% কমিয়েছেন নরেন্দ্র মোদী ৷ দেশ প্রধান হিসেবে বেশি বেতন পাওয়াদের তালিকায় ১০ম স্থানে আছেন তিনি।
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
Photo Credit : AFP
দেশ : বাংলাদেশ
দেশ প্রধান : প্রধানমন্ত্রী
গত ২০১৭ সালে বাংলাদেশ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাসিক বেতন ছিলো ৫৮ হাজার ৬০০ টাকা, পরে তা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার টাকা করা হয়৷ গত মে মাসে এ সংক্রান্ত একটি বিল পাস হয় ৷ বেতন বাড়ার পর বর্তমানে বাংলাদেশ এর প্রধানমন্ত্র শেখ হাসিনার বাৎসরিক মোট বেতন দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮০ হাজার টাকা বা ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার ৷
রাষ্ট্রপ্রধানদের বাৎসরিক বেতন |
Photo Credit : AP Images
দেশ প্রধান হিসেবে বেশি বেতন পাওয়াদের তালিকায় ১১ তম স্থানে আছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।
নিউজ সোর্সঃ DW বাংলা ।
Post a Comment