সংক্রমণ বাড়লে স্কুল,কলেজ বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

Header Ads

সংক্রমণ বাড়লে স্কুল-কলেজ বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী



দেশে করোনাভাইরাস এর সংক্রমণ বাড়লে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আবেদন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক  ঢাকার 'সরকারি তিতুমীর কলেজ' এ ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন।

জনাব জাহিদ মালেক
জনাব জাহিদ মালেক


স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ কমেছে দেখেই স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। সংক্রমণের হার আবারও যদিভআশঙ্কাজনকভাবে বাড়ে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত স্বয়ং শিক্ষা মন্ত্রণালয়ই নেবে এবং আমরাও সেই পরামর্শই দেব। আমরা চাইব না আমাদের ছেলে - মেয়েরা সংক্রমিত হোক।


সম্প্রতি করোনাভাইরাস এর ২য় ঢেউয়ের প্রকোপ কমার কারণে প্রায় দেড় বছর বন্ধের পর আগামী রবিবার থেকে আবার সকল স্কুল - কলেজ খোলার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার। এই বছরের শেষ এর দিকে এসএসসি, এইচএসসি, প্রাথমিক সমাপনী ও অষ্টমের জেএসসি সহ অন্যান্য সকল পরীক্ষা নেওয়ারও কথা  ভাবছে সরকার।

তবে ১৮ বছর এর নিচে শিক্ষার্থীদের এখনও টিকার আওতায় আনা হয়নি। তাঁদের  টিকা না দিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে স্বস্থমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৮ বছরের নিচে কোভিড টিকা দেওয়ার অনুমোদন এখনও দেয়নি। যদিও কিছু কিছু দেশ ইতিমধ্যে ১২ বছর এর বেশি বয়সীদের টিকা দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, খুব বেশি দেশে শিশুদের টিকা দেওয়া হচ্ছে না। দু-একটা দেশ পরীক্ষামূলকভাবে টিকা দিয়েছে। বাংলাদেশও সেই নীতি অনুসরণ করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সঙ্গে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটি অনুমতি দিলেই বাংলাদেশও ১৮ বয়সী ছেলে - মেয়েদের টিকা দেবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও সিনোফার্ম এর টিকা নিয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি এই বিষয়ে বলেন, চীন থেকে কেনা টিকার চালান প্রতি সপ্তাহে প্রায় ৫০ লাখ ডোজ করে আমাদের দেশে আসবে।

জনাব জাহিদ মালেক বলেন, ‘প্রতি সপ্তাহে আমরা ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার একটি শিডিউল আমরা পেয়েছি। যেমন, আজ শুক্রবার ৫০ লাখ টিকা আমাদের দেশে আসবে। এভাবে এ মাসের ৪ সপ্তাহে ৪টি চালান আসবে বলে কথা রয়েছে। এভাবে একের পর এক সপ্তাহে ৫০ লাখ করে টিকা আসবে আগামী নভেম্বর মাস পর্যন্ত।’

এ ছাড়াও 'কোভ্যাক্সের' মাধ্যমে আরও ১০ কোটি টিকা নভেম্বর - ডিসেম্বরে মধ্যে এসে পৌঁছানোর কথাও রয়েছে বলেও জানান স্বাস্থ মন্ত্রী।

করোনাভাইরাস সংক্রমণের এর জন্য গত বছরের মেডিকেল, ডেন্টাল পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২০২১ শিক্ষাবর্ষ এর এমবিবিএস ও ডেন্টাল কলেজ এ ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

করোনা সংক্রমণের মধ্যেই গত ২ এপ্রিল সারা দেশের এমবিবিএস কোর্সের 'এমসিকিউ' পরীক্ষা হয়। তবে সংক্রমণ এর ২য় ঢেউয়ের জন্য সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিট এর  ৩০ এপ্রিল এ  নির্ধারিত ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়া  হয়, আর সেই পরিক্ষা আজ  শুক্রবার নেওয়া হলো।



Post a Comment

Previous Post Next Post

Google Ads

Next Part Google Ads