চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( চুয়েট ) অননুষ্ঠিত পরীক্ষাগুলো ও (ল্যাব) সেশনাল ক্লাস'সমূহ অনলাইনে নেওয়ার জন্য সময়সূচি প্রকাশ করেছে ।
![]() |
CUET |
গত মঙ্গলবার একাডেমিক কাউন্সিলর এর ৪৫ তম সভার আলোচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার সন্ধ্যা বেলায় গৃহীত সিদ্ধান্ত গুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক উজ জামান চৌধুরী স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যা মূলত লিখিত।
লিখিত সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষাবর্ষ ২০১৭-২০ অর্থাৎ (১৭, ১৮, ১৯ ব্যাচ) - এর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় এর অনুমোদিত নিয়মাবলি অনুযায়ী ভার্চুয়াল ভাবে অর্থাৎ (অনলাইন) এ ২৫ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস সমূহ (ল্যাব) ক্লাস হিসেবে চলবে। এর পরের ৭ দিন মেক'আপ ক্লাস এবং পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি মূলক ছুটি হিসেবে থাকবে।
এবং অক্টোবরের তিন তারিখ থেকে একাডেমিক কাউন্সিলর এর অনুমোদন অনুযায়ী অনলাইনে পরীক্ষা গ্রহণ করা হবে । সেক্ষেত্রে স্থগিত হওয়া আগের সেমিস্টার ( টার্ম-এক ) এর পরীক্ষা গুলো আগে গ্রহণ করা হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষাবর্ষ ২০১৬ - ২০১৭ (১৬) ও স্থাপত্য ১৪ ও ১৫ ব্যাচ এর শিক্ষার্থী'দের বিশ্ববিদ্যালয় এর অনুমোদিত নিয়মাবলি অনুযায়ী ভার্চুয়াল ভাবে ( অনলাইনে ) ২৫ আগস্ট থেকে সাত অক্টোবর পর্যন্ত সে'শনাল ক্লাস গুলো (ল্যাব) ক্লাসে চলবে। এবং পরবর্তী ৭ দিন পরীক্ষা গ্রহণের প্রস্তুতি মূলক ছুটি হিসেবে থাকবে । অক্টোবর মাসের ১৪ তারিখ হতে ২৮ তারিখ পর্যন্ত কাউন্সিলর এর অনুমোদন অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে স্থগিত হওয়া আগের সেমিস্টার (টার্ম-দুই) পরীক্ষা আগে নেওয়া হবে।
এ ছাড়াও উক্ত বিজ্ঞপ্তিতে ২০১৫ -২০১৬ ও ২০১৬ - ২০১৭ শিক্ষাবর্ষের অন্যান্ন টার্ম-এর শিক্ষার্থীদের নিজস্ব স্টাডি এর পরীক্ষা, ফলাফল প্রকাশ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচ মেন্টের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানানো হয়। অবশ্য সরকার কর্তৃক যদি বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা করা হয় তবে সব পরীক্ষা অনলাইন এর পরিবর্তে অফলাইন এ নেওয়া হবে বলে উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়াও বাকী ব্যাচের ( ১৭,১৮,১৯ ব্যাচ ) আটকে পরা ল্যাব ক্লাস গুলো গতকাল থেকে অনলাইনে শুরু হলেও পরীক্ষা গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্ট কিছু দাবি রেখে ক্লাস বর্জন করেছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, ২৫ আগস্ট প্রশাসন এর পক্ষ থেকে আমাদের দেওয়া স্মারকলিপির পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রশাসন এর দেওয়া বিজ্ঞপ্তিতে আমাদের দাবির পূর্ণতা হয়নি বরং আমাদের যেই স্বল্প পরিমাণ দাবি মেনে নেওয়া হয়েছে তাতেও অনেক ত্রুটি দেখা গেছে।
শিক্ষার্থীরা আরও জানায়, সেশনাল এবং অনলাইন পরীক্ষার নিয়মাবলী প্রসঙ্গে প্রশাসন থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে শুধু মাত্র ল্যাব ও টার্ম ফাইনাল এর পরীক্ষার সময়সূচি উল্লেখ করা হয়েছে। সেশনাল এর নীতিমালা, বিভাগ ভিত্তিক ল্যাব গ্রহণ ধরণ, সুনির্দিষ্ট অবকাঠামো, কুইজ-ভাইভা গ্রহণ নিয়ম বা পদ্ধতি, ইত্যাদি বিষয়া গুলোর কোনো উল্লেখ নেই। তাছাড়া অনলাইন ভিত্তিক পরীক্ষা নেওয়ার নীতিমালা, সঠিক সময়সূচি সহ ইত্যাদির কোনো ধরণের উল্লেখ নেই।
শিক্ষার্থীদের দাবি, টার্ম ফাইনাল এর পরীক্ষাগুলোর অভ্যন্তরীণ ভিন্নতা কমপক্ষে ৭ দিন হতে হবে। অনলাইনে পরীক্ষার ক্ষেত্রে, যথেষ্ট পরীক্ষার মধ্যবর্তী ব্রেক প্রদান এর মাধ্যমে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে। এবং পূজার মধ্যবর্তী সময়ে ( ১২-০৮-২০২১ হতে ১৬-০৮-২০২১) ইং তারিখ এর মধ্যে কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলে তারা দাবি করে।
২০১৬ - ২০১৭ সেশন এর শিক্ষার্থীরা বলছে, ‘আমাদের যৌক্তিক প্রতিক্রিয়া গুলো বিবেচনায় রেখে দাবির পূর্ণতা না হওয়া পর্যন্ত ( ব্যাচ - ১৬) অনলাইন সেশনাল বর্জন কার্যক্রম অব্যাহত রাখব।
সূত্রঃ সময়নিউজ
Post a Comment